১.৭ ‘মন উন্মন্ গাে।” – কার মনের এমন পরিস্থিতি?
Answers
Answered by
5
Answer:
কোন ক্লাস তোমার ??
প্রথম ভাষা না দ্বিতীয়
Answered by
1
ঘোমটা পরিহিতা বউটি যে কিনা নদীতে এসেছিল কলসিতে জল ভরতে, তার মনের পরিস্থিতির কথাই প্রশ্নে উদ্ধৃত অংশে বলা হয়েছে।
- উদ্ধৃত অংশটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত দূরের পাল্লা নামক কবিতা থেকে সংগ্রহ করা হয়েছে।
- এই কবিতা জুড়ে কবি গ্রাম্য প্রকৃতির বিভিন্ন দৃশ্য বর্ণনা করেছেন তিন মাঝির দৃষ্টিভঙ্গি থেকে, যারা কিনা এক ছোট নৌকা করে এক দূরপাল্লার যাত্রায় চলেছে।
- এই দৃশ্য বর্ণনার মাঝেই আলোচ্য মাঝিরা একসময় দেখতে পায় যে নদীতে এক গ্রাম্য বধূ তার কলসিতে জল ভরতে এসেছে। এই জল ভরাকালীন সময়ে বধূটি আনমনা হয়ে পড়েছিল, এবং সেই জন্য বধূটির বেখেয়ালে তার ঘোমটা কিছুটা সরে গেছিল।
- সাধারণত, গ্রাম্য বধূরা তাদের মুখ ঘোমটার আড়ালে ঢেকে রাখার ব্যাপারে খুবই সজাগ হয়। যেহেতু, এখানে বধূটির ঘুমটা সরে গেছিল তাই অনুমান করা হয়েছে যে বধু কি তখন খুব সম্ভবত আনমনা ছিল কোন কারণে (হয়তো, প্রকৃতির সান্নিধ্যে আনন্দে আনমনা হয়ে পড়েছিল।)
Similar questions
Math,
2 hours ago
Social Sciences,
2 hours ago
Math,
2 hours ago
English,
4 hours ago
English,
4 hours ago
Hindi,
8 months ago
CBSE BOARD X,
8 months ago