বোকা কুমিরের কথা' গল্প বোকামির পরিচয় কিভাবে ফুটে উঠেছে?
Answers
Answered by
1
উপেন্দ্রকিশোর রায়চৌধুরির লেখা " বোকা কুমিরের গল্পে" কুমিরকে বোকা বলা হয়েছে।
- গল্পে দেখানো হয়েছে, একবার একটি শিয়াল ও একটি কুমির এক সাথে আলুর চাষ করার সিদ্ধান্ত নেয়।
- আলু চাষ শুরু করার পর যখন আলু হয় তখন কুমির শিয়ালকে ঠকাবার সিদ্ধান্ত নেয়। তাই জন্য কুমির গাছের আগার দিক নিতে চাইল আর শিয়ালকে দিতে চাইল গোড়ার দিক। কুমির অজান্তেই বোকামির পরিচয় দিল এবং তা আলু চাষে প্রথম দেখা যায়।
- এরপর যখন আবার তারা ধান চাষ করল, কুমির এবারও শিয়ালকে ঠকাবার জন্য গোড়ার দিক নিতে চাইল আর আগার দিকটা শিয়ালকে দিতে চাইল। সে ভেবেছিল মাটি খুঁড়ে আগে ভাগে সব ধান বের করে নেবে। এর থেকে দ্বিতীয়বার কুমির তার বোকামির পরিচয় দিল।
- তারপর সবশেষে যখন তারা আখের চাষ করল,তখনও কুমির আগেভাগেই গাছের আগার দিকটা কেটে বাড়ি নিয়ে যেতে চাইল। কুমিরের এইসব বোকামির কথাই গল্প থেকে জানতে পাওয়া যায়।
#SPJ1
Similar questions