Science, asked by priya642bis, 6 hours ago

৪.২ কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপােনা তৈরি করা হয় ?​

Answers

Answered by a8624958
3

Sorry but I don't know this language

Answered by krsusantamanna
2

Answer:

(i) এই প্রক্রিয়ার জন্য সুস্থ স্বাভাবিক, উপযুক্ত ও পরিণত মাছ সংগ্রহ করে, মাছের পিটুইটারি গ্রন্থি থেকে নির্যাস সংগ্রহ করে তা বিশেষভাবে প্রস্তুত করা হয়। (ii) এরপর ওই নির্যাস ইনজেকশানের সাহায্যে পরিণত, প্রজনন সক্ষম মাছের দেহে প্রবেশ করানো হয়। (ii) স্ত্রী মাছকে দুবার ও পুরুষ মাছকে একবার নির্দিষ্ট মাত্রায় পৃষ্ঠপাখনা ও পুচ্ছপাখনার মধ্যবর্তী প্রশস্ত স্থানে 45° কোণ করে ওই পিটুইটারি নির্যাস প্রয়োগ করা হয়।এরপর ব্রিডিং হাপায় স্ত্রী মাছ ডিম ছাড়ে ও পুরুষ মাছ শুক্রাণু ত্যাগ করে। (v) শুক্রাণু দ্বারা ডিম নিষিক্ত হয় এবং হ্যাচিং হাপায় 16-18 ঘণ্টা পরে নিষিক্ত ডিম থেকে ডিমপোনা নির্গত হয়। (vi) 3 দিন পর ডিমপোনাগুলিকে আঁতুড় পুকুরে স্থানান্তরিত করা হয়।

Similar questions