সংবহন কী? ও কয় প্রকার ?
Answers
Answered by
0
Answer:
প্রাণীদেহে সংবহন তন্ত্র দুই প্রকার যথা- ১৷ রক্ত সংবহন তন্ত্র , ২৷ লসিকা সংবহন তন্ত্র
রক্ত সংবহন তন্ত্র - রক্ত সংবহনে সহায়ক যন্ত্র গুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে।
রক্ত সংবহন তন্ত্রের প্রকারভেদ
প্রাণীদেহে প্রধানত দু রকমের রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। যথা ১৷ মুক্ত সংবহন তন্ত্র ( open vascular system ) , ২৷ বদ্ধ সংবহন তন্ত্র ( closed vascular system )
১৷ মুক্ত সংবহন তন্ত্র - যে সংবহন তন্ত্রে রক্ত কেবল মাত্র রক্ত বাহের মধ্যে আবদ্ধ না থেকে দেহ গহ্বর বা সেলম নামে ফাঁকা স্থানে মুক্ত হয়ে থাকে তাকে মুক্ত সংবহন তন্ত্র বলে। যেমন চিংড়ি মাছের সংবহন তন্ত্র
Similar questions