জলে তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে এসিড বা ক্ষার যোগ করা হয় কেন?
Answers
Answer:
Small amount of acid is added to water during electrolysis of water, because water is an insulator. 100% pure water doesn't conduct electricity very well at all.
Explanation:
hope it's helpful
বিশুদ্ধ পানি সামান্য পরিমানে বিদ্যুৎ পরিবহন করে। বিশুদ্ধ পানির বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি করার জন্য এতে অল্প পরিমাণে এসিড যোগ করা হয়। এরপর একটি পাত্রে এসিড মিশ্রিত পানি নিয়ে পাত্রটিতে দুইটি টেস্টটিউবের নিম্নমুখী অপসারণ মাধ্যমে খাড়া করে রাখা হয়। টেস্টটিউব দুটির মুখে প্লাটিনামের পাত তড়িৎদ্বার হিসেবে প্রবেশ করানো হয়। তড়িৎদ্বার দুটির অ্যানোডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং ক্যাথোডকে ব্যাটারি ঋনাত্বক প্রান্তের সাথে যুক্ত করে বর্তনী পূর্ণ করা হয়। এর ফলে পানির বিয়োজন শুরু হয়। তড়িৎদ্বার এর অ্যানোডে OH- আয়ন ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।অপরদিকে ক্যাথোড থেকে হাইড্রোজেন আয়ন H+ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। পানির তড়িৎ বিশ্লেষণ থেকে দেখা যায় অ্যানোডে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, ক্যাথোডে তার থেকে দ্বিগুন পরিমান হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
পানির তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া নিম্নরূপঃ
4H₂O ------> 4OH- + 4H+
অ্যানোড বিক্রিয়াঃ
4OH- ------> 2H₂O + O₂ + 4e
ক্যাথোড বিক্রিয়াঃ
4H+ + 4e -------> 2H₂
সামগ্রিক কোষ বিক্রিয়াঃ
4OH- +4H+ ---->2H₂O+2H₂+ O₂