Physics, asked by JayanthBeerus8501, 10 hours ago

লেন্সের মুখ্য ফোকাস কয়টি

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

■ যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে লেন্সের ওপর পড়ে, তাহলে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুতে মিলিত হয়; কিংবা অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় । সেই বিন্দুটিকে লেন্সের মুখ্য ফোকাস বলে।

● লেন্সের দুটি মুখ্য ফোকাস আছে । ওই দুটি ফোকাস আলোক কেন্দ্রের বিপরীত দিকে এবং লেন্সের উভয় দিকের মাধ্যম একই রকম হলে, আলোক কেন্দ্র থেকে প্রথম এবং দ্বিতীয় ফোকাস সমান দূরত্বে থাকে ।

Attachments:
Answered by payalchatterje
0

Answer:

লেন্সের মুখ্য ফোকাস দুই প্রকারের হয় |

মূখ্য ফোকাস:

সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি লেন্সের উপর আপতিত হয় তবে তারা লেন্সের মাধ্যমে প্রতিসৃত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটিকেই ফোকাস বলা হয়ে থাকে। তবে একটা বিষয়ে এক্ষেত্রে বলা প্রয়োজন যে, যদি আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের (আনুভূমিক) সমান্তরাল হয় তবে ফোকাসে বিন্দুটি আনুভূমিক ‘প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে থাকা কাল্পনিক তলে ফোকাস বিন্দুটি অবস্থান করবে। এক্ষেত্রে তলটিকে ফোকাস তল বলে অভিহিত করা হয়।

আসলে মুখ্য ফোকাসের ক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মি লেন্সের দ্বারা প্রতিসৃত হওয়ার পর একটি বিন্দুতে গিয়ে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়। অপরদিকে গৌণ ফোকাসের ক্ষেত্রে কোন বিন্দু উৎস থেকে আলো নির্গত হওয়ার পর তা লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ তৈরী করে।

লেন্স সম্পর্কে আরও জানুন:

1) https://brainly.in/question/14787490

2) https://brainly.in/question/13956213

Similar questions