India Languages, asked by bibisabina7437, 19 hours ago

অসুখী একজন কবিতায় রাস্তায় ঘাস জন্মানো কিসের ইঙ্গিত করে​

Answers

Answered by Anonymous
66

Answer:

প্রশ্ন :-

অসুখী একজন কবিতায় রাস্তায় ঘাস জন্মানো কিসের ইঙ্গিত করে ?

উওর :-

"অসুখী একজন" কবিতায় রাস্তায় ঘাস জন্মানোর কথা বলার মধ্য দিয়ে যে পথে রেখে যাওয়া কবির পায়ের ছাপ চিরতরে হারিয়ে যাওয়ার অর্থাৎ কবির স্মৃতি নষ্টের ইঙ্গিত দেওয়া হয়েছে ।

ব্যাখ্যা :-

➸ কবিতার কথক তাঁর প্রিয়জনের সঙ্গে ত্যাগ করে পা বাড়িয়েছিলেন বিপ্লবের পথে । সেই পথে যারা তাদের ফিরে আসার কোনো নিশ্চয়তা থাকে না । ধীরে ধীরে বৃষ্টির ধুয়ে যায় তাঁর পায়ের দাগ । তারপর , সেই রাস্তায় ঘাস জন্মায়। স্মৃতি এভাবে ঘাসের আড়ালে চিরকালের মতো হারিয়ে যায় ।

▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃

অতিরিক্ত তথ্য :-

অসুখী একজন :

☛ "অসুখী একজন" কবিতাটি চিলির প্রখ্যাত প্রতিবাদী কবি পাবলো নেরুদা লেখা।

☛ "অসুখী একজন" কবিতাটির ইংরেজি তরজমাটির নাম ' The Unhappy One '

☛ "অসুখী একজন" কবিতাটি চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদা 'Extravagaria' কাব্যগ্ৰন্থের অন্তর্গত কবিতা ।

☛ পাবলো নেরুদা রচিত "অসুখী একজন" কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্যের 'বিদেশি ফুলে রক্তের ছিটে' নামের অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।

▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃

Similar questions