থক্য নিরূপণ ক
২ নীলনদের উপর কী উদ্দেশ্যে আসােয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল?
Answers
Answered by
2
Answer:
নীলনদের মধ্য ও নিম্ন প্রবাহপথ উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলেও মিশরে নীলনদের প্রবাহপথে একসময় প্রায়ই বন্যা হত । বছরের অন্যান্য সময় জলের অভাবে মিশরের নীলনদের অববাহিকায় কৃষিকাজ করা যেত না । তাই বন্যা নিয়ন্ত্রণ ও কৃষিজমিতে জলসেচ এই দুটি মূল উদ্দেশ্য নীল নদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে । নীল নদের ওপর এই বাঁধ তৈরি হওয়ার ফলে মিশরে বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে
Similar questions