পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে বন্ধু কে একটি চিঠি।
Answers
Answer:
কল্যানী, নাদিয়া
10. 11. 2022
প্রিয় বন্ধু,
কনক, কাল তোমার চিঠি পেয়েছি। এবার পুজোর ছুটিতে আমরা আগ্রায় বেড়াতে গিয়েছিলাম। কারণ তাজমহল দেখার বাসনা আমার অনেক দিনে থেকেই ছিল। তাজমহল নাকি পৃথিবীর সাতটি আশ্চর্য বস্টুর মধ্যে একটি।
আমরা ট্রেনে করে যখন অগ্রা পৌঁছলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। দিনটি ছিল পূর্ণিমা; আমরা তাজমহল দেখতে গেলাম। চাঁদের আলোয় তাজমহলকে স্বপ্নলোকের কোনো প্রাসাদ বলে মনে হচ্ছিল। পরেরদিন আবার সকালে যেয়ে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখলাম; বৃদ্ধ বয়সে বন্দী সম্রাট শাহজাহান যে ঘরে থাকতেন এবং সেখান থেকে তিনি মমতাজের স্মৃতি মন্দির তাজমহল দেখতেন তাও দেখলম। এবার পুজোর ছুটি যে কি আনন্দেই কেটেছে, তা তোমাকে কি বলব!
তুমি ভালো আছ আশা করি। তোমার বাবা, মা, দাদা, ও দিদি কে আমার প্রণাম জানাবে। প্রীতি ও শুভেচ্ছা নিও।
তোমার অভিন্নহৃদ্য় বন্ধু
সূলক্ষ্ণা
Explanation:
চিঠির বিভিন্ন উদ্দেশ্যের জন্য এবং বিভিন্ন পথ দিয়ে লিখতে পারেন।
বন্ধু এবং ছাত্রদের ব্যক্তিগত চিঠি লেখা হয়।
To know more about Formal Letter click the link below
https://brainly.in/question/10709426
To know more about Informal Letter click the link below
https://brainly.in/question/11456122
#SPJ2