প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক রূপান্তরটি বেছে লেখ : (যে কোনও পাঁচটি)মহাভয় তাঁর পায়ের কাছে কাঁপছে একটুখানি ছায়ার মতো!
সাধু বাক্যে রূপান্তরিত করলে হবে
i. মহাভয় তাঁর পায়ের কাছে কাঁপিতেছে একটুখানি ছায়ার মতো!
ii. মহাভয় তাঁদের পায়ের কাছে কাঁপিতেছে একটুখানি ছায়ার মতো!
iii. মহাভয় তাঁহার পায়ের কাছে কাঁপিতেছে একটুখানি ছায়ার মতো!
iv. মহাভয় তাঁর পায়ের কাছে কাঁপাইতেছে একটুখানি ছায়ার মতো!
Answers
Answered by
0
মহাভয় তাঁহার পায়ের কাছে কাঁপিতেছে একটুখানি ছায়ার মতো!
- বাংলা ভাষায় কোন বাক্যকে যদি আমরা সাধু ভাষা থেকে চলিত ভাষায় কিংবা চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তরিত করতে চাই তাহলে প্রধানত আমরা ক্রিয়াপদ, সর্বনাম পদ এবং অনুসর্গের রূপ পরিবর্তন করে থাকি।
- এখন প্রদত্ত বাক্যটিকে যেইটি কিনা চলিত ভাষায় রয়েছে তার যে সকল শব্দগুলির রূপান্তর ঘটবে সেইগুলি হল : তাঁর এবং কাঁপছে।
- শব্দদুইটি সাধুভাষায় রূপান্তরিত হয়ে হবে : তাঁহার এবং কাঁপিতেছে।
- তাই এইক্ষেত্রে সঠিক উত্তর হবে বিকল্প (iv)।
Similar questions
English,
20 hours ago
English,
20 hours ago
English,
1 day ago
Psychology,
8 months ago
Computer Science,
8 months ago