India Languages, asked by seema2812, 1 day ago

প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক রূপান্তরটি বেছে লেখ : (যে কোনও পাঁচটি)বন্দুকে-পিস্তলে এঁর অভ্রান্ত লক্ষ্য, পদ্মানদী সাঁতার কেটে পার হয়ে যান।
সাধু বাক্যে রূপান্তরিত করলে হবে

i. বন্দুকে-পিস্তলে এঁর অভ্রান্ত লক্ষ্য, পদ্মানদী সাঁতার কাটিয়া পার হয়ে যান।
ii. বন্দুকে-পিস্তলে ইঁহার অভ্রান্ত লক্ষ্য, পদ্মানদী সাঁতার কাটিয়া পার হইয়া যান।
iii. বন্দুকে-পিস্তলে এঁর অভ্রান্ত লক্ষ্য, পদ্মানদী সাঁতার কাটাইয়া পার হয়ে যান।
iv. বন্দুকে-পিস্তলে ইঁহার অভ্রান্ত লক্ষ্য, পদ্মানদী সাঁতার কেটে পার হইয়া যান।

Answers

Answered by insanehelloween
0

Answer:

lelo pudinaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

Answered by Anonymous
0

বন্ধুকে-পিস্তলে ইঁহার অভ্রান্ত লক্ষ্য, পদ্মানদী সাঁতার কাটিয়া পার হইয়া যান।

  • বাংলা ভাষার ক্ষেত্রে কোন বাক্যকে যদি আমরা সাধু ভাষা থেকে চলিত ভাষায় কিংবা চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর করতে চাই তাহলে প্রধানত আমরা ক্রিয়াপদ, সর্বনাম পদ এবং অনুসর্গের পরিবর্তন করে থাকি।
  • প্রদত্ত বাক্যে যেটি সাধু ভাষায় রয়েছে সেটির যে সকল শব্দের পরিবর্তন ঘটবে (চলিত ভাষায় রূপান্তর করার জন্য) সেইগুলি হল : এঁর,কেটে,হয়ে।
  • উপরোক্ত শব্দ বলে সাধু ভাষায় রূপান্তরিত হলে আমরা পাব : ইঁহার,কাটিয়া,হইয়া।
  • তাই বিকল্প (ii) এক্ষেত্রে সঠিক উত্তর হবে।
Similar questions