প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক রূপান্তরটি বেছে লেখ : (যে কোনও পাঁচটি)তুমি যে কষ্ট ভোগ করিতেছ তাহা তোমারই কৃতকর্মের ফল৷ চলিত বাক্যে রূপান্তরিত করলে হবে
i. তুমি যে কষ্ট ভোগ করিয়াছ তা তোমারই কৃতকর্মের ফল।
ii. তুমি যে কষ্ট ভোগ করছ তা তোমারই কৃতকর্মের ফল।
iii. তুমি যে কষ্ট ভোগ করেছ তা তোমারই কৃতকর্মের ফল।
iv. তুমি যে কষ্ট ভোগ কর তা তোমারই কৃতকর্মের ফল।
Answers
Answered by
0
তুমি যে কষ্ট ভোগ করছ তা তোমারই কৃতকর্মের ফল।
Answered by
0
তুমি যে কষ্ট ভোগ করছ তা তোমারই কৃতকর্মের ফল।
- বাংলা ভাষার ক্ষেত্রে কোন বাক্যকে যদি আমরা সাধু ভাষা থেকে চলিত ভাষায় কিংবা চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর করতে চাই তাহলে আমরা প্রধানত ক্রিয়াপদ,সর্বনাম পদ এবং অনুসর্গের রূপ পরিবর্তন করে থাকি।
- এইরকম এই প্রশ্নে প্রদত্ত বাক্যটি যেটি কিনা সাধু ভাষায় রয়েছে সেই বাক্যটির ক্ষেত্রে যে শব্দগুলি রূপ পরিবর্তন হবে (চলিত ভাষায় পরিবর্তন করার জন্য) সেগুলি হল : করিতেছ এবং তাহা।
- উপরোক্ত দুটি শব্দকে চলিত ভাষায় রূপান্তরিত করে আমরা পাব : করছ এবং তা।
- তাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বিকল্প (ii)।
Similar questions
Math,
13 hours ago
India Languages,
1 day ago
India Languages,
1 day ago
Math,
8 months ago
Psychology,
8 months ago
Computer Science,
8 months ago