India Languages, asked by ncvjsaamaj949, 1 day ago

গদ্য থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো‘রত্নের মূল্য জহুরীর কাছেই’ – পাঠ্য গল্পে ‘জহুরী' শব্দটি কোন্ অর্থে প্রযুক্ত?

i. বহুমূল্য রত্নের সমঝদার
ii. সাহিত্যের সমঝদার
iii. সোনা-রুপো প্রভৃতি বহুমূল্য ধাতুর গুণগত মান নির্ণায়ক
iv. বহুমূল্য হীরের উৎকর্ষ নিৰ্ণায়ক

Answers

Answered by Anonymous
1

পাঠ্য গল্পে 'জহুরী' শব্দটি 'সাহিত্যে সমঝদার' এই অর্থে প্রযুক্ত

  • উদ্ধৃত প্রশ্নটি (এবং উক্তিটি) আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে।
  • এখানে প্রদত্ত 'রত্নের মূল্য জহুরীর কাছেই' হল একটি প্রবাদ, যার সারমর্ম হলে এই যে, কোন নির্দিষ্ট একটি বিষয়ের কদর সেই বিষয়ে অভিজ্ঞ কোন ব্যক্তির কাছেই বিশেষভাবে থাকে।
  • তেমনই উপরোক্ত প্রবাদটি এখানে ব্যবহার করা হয়েছে তপনের ছোটমেসোর ক্ষেত্রে কারণ তপনের ছোটমেসো নিজে একজন লেখক, তাই তপনের সাহিত্যকর্মের (গল্প) প্রকৃত মূল্য,সাহিত্যে অভিজ্ঞ তপনে ছোটমেসোই বুঝবেন।
Similar questions