India Languages, asked by sambarajurajini2509, 1 day ago

গদ্য থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করোআলোবাবু প্রকৃতপক্ষে ছিলেন একজন

i. আত্মকেন্দ্রিক মানুষ
ii. হুজুগে মানুষ
iii. সেবাপরায়ণ মানুষ
iv. কুঁড়ে প্রকৃতির মানুষ

Answers

Answered by Anonymous
0

আলোবাবু প্রকৃতপ্রক্ষে ছিলেন সেবাপরায়ণ মানুষ।

  • উদ্ধৃত প্রশ্নটি নেওয়া হয়েছে বনফুল রচিত আলোবাবু নামক গল্প থেকে।
  • এই গল্পের নায়ক আলোবাবুর চরিত্রে এক বিশেষ বৈশিষ্ট্য ছিল যা আজকালকার সমাজে অন্য কারোর মধ্যে প্রায় দেখাই যায় না। তিনি ছিলেন বিশেষভাবে সেবাপরায়ণ (তথা স্নেহ)।
  • তাঁর সেবা-পরায়ণতার নিদর্শন পাওয়া যায় যখন তিনি দড়ি দিয়ে টানার ফলে পায়ে জখম পাওয়া পাখির ছানাটিকে লেখকের কাছে এনেছিলেন জখম সারানোর জন্য। আবার, অবিনাশবাবুর পোষা কুকুরের চোখের পেচুটি তিনি নিজে হাতে মুছিয়ে দিচ্ছিলেন।
  • উক্ত ঘটনাগুলি প্রকাশ করে যে আলোবাবু অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন, এবং এই স্নেহ তিনি এমন সবাইকে বিলোতেন যারা বাকি সবার কাছে তুচ্ছ,অপ্রয়োজনীয়। তাঁর এই স্নেহের জন্যই তার সেবাপরায়ণ দিকটি বিশেষভাবে ফুটে উঠেছে আমাদের কাছে।
  • এই সেবাপরায়ণ ব্যক্তির উদ্যোগকে কোনভাবেই হুজুগ বলা চলে না, এইটি হল নিঃস্বার্থ স্নেহের ফলাফল। আবার, আত্মকেন্দ্রিকতা আলোবাবু চরিত্রের বিপরীতে। সবশেষে, তাঁকে অলস বলাও চলে না কারণ তাঁর যে সমস্ত সেবামূলক কাজের কথা গল্পে বর্ণিত রয়েছে তা কোন কুঁড়ে প্রকৃতির মানুষের পক্ষে করা সম্ভব নয়।
Similar questions