কবিতা থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করোসহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব’? এখানে ‘খাঁচা’ বলতে কী বোঝানো হয়েছে?
i. পাখির বড়ো খাঁচা
ii. শহুরে যান্ত্রিক জীবন
iii. বনভূমি বেষ্টিত তিন পাহাড়
iv. পাহাড় ঘেরা ঘন অরণ্য
Answers
Answered by
0
Answer:
3দঝঝৌঔজঞৌঠংণথফদদঢঢংঅংফ
Answered by
0
এখানে ‘খাঁচা’ বলতে শহুরে যান্ত্রিক জীবনের কথা বলা হয়েছে।
- উদ্ধৃত প্রশ্নটি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত তিন পাহাড়ের কোলে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
- খাঁচা শব্দটি কবি এখানে আসলে প্রতীকী অর্থে ব্যবহার করেছেন। তিনি শহরের দমবন্ধ করা সংকীর্ণ বন্দী জীবনযাত্রাকে, খাঁচার ভেতরে বন্দীদশার সাথে তুলনা করেছেন।
- তাই এখানে খাঁচা শব্দটি যে আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়েছে তা ভেবে নিলে চলবে না। অন্যদিকে এই শহুরে জীবনের বন্দিদশা তথা খাচার ভেতর থেকে মুক্তি পাবার উপায় হিসেবে তিনি প্রকৃতির কোলে ফিরে যাওয়ার হদিশ জুগিয়েছেন চেনা গন্ডির বাইরে অবস্থিত তিন পাহাড়ের উপাখ্যানের মাধ্যমে।
Similar questions
Computer Science,
14 hours ago
English,
14 hours ago
English,
1 day ago
Science,
8 months ago
Chinese,
8 months ago