India Languages, asked by nikhilkohad4113, 1 day ago

গদ্য থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করোহাসপাতালে আলোবাবুকে কোন্ কাজে বহাল করা হয়েছিল?

i. হাসপাতালের বহির্বিভাগ দেখাশোনা
ii. প্রবেশনার ড্রেসার
iii. রোগীদের প্রতিদিন ওষুধ খাওয়ানো
iv. প্রবেশনার অ্যাকাউন্টেন্ট

Answers

Answered by Anonymous
0

আলোবাবুকে হাসপাতালে প্রবেশনার ড্রেসারের কাজে বহাল করা হয়েছিল

  • উদ্ধৃত প্রশ্নটি বনফুল রচিত আলোবাবু নামক গল্প থেকে নেওয়া হয়েছে।
  • অবিনাশবাবুর সুপারিশে লেখক আলোবাবুকে একটি কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন।
  • লেখক, সিভিল সার্জেনের কথায় কথায় আলোবাবুর প্রসঙ্গ টেনেছিলেন। তখন সিভিল সার্জেন বলেছিল যে আলোবাবুকে প্রবেশনার ড্রেসার হিসেবে চাকরিতে বহাল করতে পারেন তিনি। কিন্তু আলোবাবুর মাইনে হবে দশ টাকা এবং পরবর্তীকালে পরীক্ষায় পাশ করলে তার মাইনে বাড়তে পারে।
  • এইভাবে আলোবাবু প্রবেশনার ড্রেসারের কাজটি পেয়েছিলেন। (যদিও এই কাজটি তিনি বেশিদিন ধরে রাখতে পারেননি)
Similar questions