India Languages, asked by acheshkumar5871, 2 days ago

গদ্য থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করোতপনের প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মীলন হয় কখন?

i. সেও যে লেখকদের মতো নিজে একটা গল্প লিখতে পারে-তা উপলব্ধির পর
ii. জলজ্যান্ত লেখক মেসোকে সামনে থেকে দেখার পর
iii. পত্রিকায় প্রকাশিত তার গল্পের মধ্যে স্বকীয়তা খুঁজে না পেয়ে
iv. মা-ও যে অন্য সকলের মতো তার প্রতিভাকে খাটো করে দেখছে- এটা বোঝার পর

Answers

Answered by palankita286
0

Explanation:

Option:- iii) পত্রিকায় প্রকাশিত তার গল্পের মধ্যে স্বকীয়তা খুঁজে না পেয়ে।

Answered by Anonymous
0

পত্রিকায় প্রকাশিত তা গল্পের মধ্যে স্বকীয়তা খুঁজে না পেয়ে প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মীলন হয়েছিল

  • উদ্ভূত প্রশ্নটি নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু নামক গল্প থেকে।
  • তপনের কাঁচা হাতে লেখা গল্পটি শেষ পর্যন্ত তার মেসোর আনুকূল্যে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশ পেয়েছিল।
  • মেসো তপনকে বলেছিল যে গল্পের মধ্যে তিনি কেবল কয়েকটি কারেকশন করেছেন মাত্র। কিন্তু পত্রিকায় ছাপা গল্পটি পড়ার পর তপন বুঝতে পারে যে আসলে তার মেসো সম্পূর্ণ গল্পটি কারেকশন করেছেন অর্থাৎ পুরো গল্পটি নতুন করে নিজের পাকা হাতে লিখেছেন।
  • পত্রিকায় তপনের গল্পটি নামে ছাপা হলেও এই ঘটনার মধ্যে তপনের মেসোর কৃতিত্বই আসল আর তপনের তার মধ্যে এক ফোঁটা কৃতিত্ব নেই। এই ব্যাপারটি তপন বুঝতে পেরেছিল খুব ভালোভাবেই। তারপর থেকে তপন সিদ্ধান্ত নিয়েছিল যে এবার থেকে গল্প লিখলে কারোর অনুমোদনের আশ্রয় না নিয়ে, সে নিজে হাতেই পত্রিকায় জমা দেবে, তাতে যদি ছাপা হয় হবে, না হয় তো না হবে। এই ঘটনাতে তার জ্ঞানচক্ষু খুলে গেছিল।
Similar questions