একটি উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর অসোদ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে ?
Answers
Answered by
0
Answer:
যে কোন বস্তুর অবস্থানের উপর নির্ভর করে উত্তল লেন্স ঐ বস্তুর সদ বা অসদবিম্ব গঠন করে। উত্তল লেন্স দ্বারা যে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় তা প্রধানত লেন্সের চারটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। নিচে উত্তল লেন্সের বৈশিষ্ট্য আলোচনা করা হল।
১. যে আলোকরশ্মি লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় প্রতিসরণের পর তার অভিমুখের কোন পরিবর্তন হয় না।
২. বস্তু থেকে নির্গত আলোক রশ্মির প্রধান অক্ষের সমান্তরাল হয়ে উত্তল লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর প্রধান ফোকাসের মধ্য দিয়ে যাবে।
৩. উত্তল লেন্সের প্রথম ফোকাসের মধ্য দিয়ে নির্গত কোন আলোক রশ্মি লেন্সে প্রতিসৃত হলে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে।
৪. প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্বও প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে গঠিত হবে।
Similar questions