Hindi, asked by sahillaskar7648, 3 days ago

দ্বারং চ সপদি সংবৃতম _ কোন দ্বার ? ঘটনাটি বর্ণনা করো ?

Answers

Answered by NirmalPandya
1

"বনগতা গুহা" গদ্যাংশ থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে । উদ্ধৃতাংশ টির বর্ণনা নিম্নে করা হলো -

  • "বনগতা গুহা" গদ্যটি রচনা করেছেন শ্রী গোবিন্দকৃয় মোদক |
  • "বনগতা গুহা" গল্পের মুখ্য চরিত্র অলিপর্বা | অলিপর্বা খুব দরিদ্র ছিলেন। তিনি পেশা হিসেবে প্রতিদিন বনের মধ্যে কাঠ সংগ্রহ করতে যেতেন।
  • সেই সংগৃহিত কাঠ তিনি বিক্রি করে নিজের জীবন চালাতেন।
  • একদিন বনের মধ্যে কাঠ সংগ্রহের সময় অলিপর্বা চল্লিশজন চোরকে ঘোড়ায় চড়ে আসতে দেখেন । তখন তিনি ভয় পেয়ে একটি গাছে উঠে পড়েন ।
  • অলিপর্বা গাছ থেকে দেখেন, চোরের সর্দার একটি মন্ত্র পড়ে, এবং একটি গুহার দরজা খুলে যায় ।
  • চোরেরা সেইদিন গুহার ধনসম্পত্তি সেই গুহাতে রেখেই যায় ।
  • পরে অলিপর্বা আরেকদিন এসে ওই একই মন্ত্র পরে ওই গুহার দরজা খোলেন এবং সেদিন তিনি গুহার ভিতরে থাকা সমস্ত ধনসম্পত্তি সংগ্রহ করেন । তারপর গাধার পিঠে সেই সব ধন চাপিয়ে তিনিঁ নগরে চলে যান।
  • "দ্বারং চ সপদি সংবৃতম" - উদ্ধৃতাংশ টির অর্থ হলো "সঙ্গে সঙ্গে দরজা বন্ধ" । এই উদ্ধৃতাংশ টিতে ওই গুহার দরজার কথা উল্লেখ করা হয়েছে ।

#SPJ2

Similar questions