করোনা ভাইরাস থেকে কীভাবে নিজেরা বাচবে _ এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো
Answers
Answer:
করোনাভাইরাস এর রচনা দরকার লাগে তুমি কি লিখে নিও
করোনা ভাইরাস থেকে কিভাবে নিজেরা বাঁচবে, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ হল নিম্নরুপ -
রাম : কেমন আছো বন্ধু?
শ্যাম : ভালো না বন্ধু। খুব চিন্তায় আছি আজকাল।
রাম : কেন বন্ধু, হলো কি?
শ্যাম : করোনাভাইরাসের জন্য চারদিকে যে ভয়ের আবহ চলছে তাতে আমিও যারপরনাই ভীত। কি যে হবে কিছু বুঝে উঠতে পারছি না আমি!
রাম : তুমি যদি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য যে সকল স্বাস্থ্যবিধি সরকারের তরফ থেকে জারি করা হয়ে জনসাধারণের জন্য তা মেনে চলো তাহলে অবশ্যই তুমি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে।
শ্যাম : কিরকম স্বাস্থ্যবিধি?
রাম : বাইরে বেরোলে সবসময় N-95 মাস্ক ব্যবহার করা, কিছু সময়ের ব্যবধানে বারবার স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, দরকার ছাড়া বাইরে বেরোনো বন্ধ করা, সোশ্যাল ডিসটেন্সিং অথবা সামাজিক দূরত্ব বজায় রাখা।
শ্যাম : এইসকল কাজ করলেই, করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
রাম : হ্যাঁ বন্ধু, আমি যেসকল স্বাস্থ্যবিধির কথা বললাম সেগুলো যদি সঠিকভাবে মেনে চলতে পারো তাহলে অবশ্যই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
শ্যাম : আর কি কিছু করণীয় আছে?
রাম : তোমার বয়স যদি ১৮ বা তার বেশী হয় তাহলে তোমাকে করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন নিতে হবে।
শ্যাম : এই ভ্যাকসিন কোথায় পাবো?
রাম : বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভাইরাসের বিনামূল্যে দেওয়া হচ্ছে।
শ্যাম : তাহলে আমি এই সপ্তাহেই ভ্যাকসিন নিয়ে নেব এবং আমার বাড়ির সকলকেও তাই করতে বলব।
রাম : অবশ্যই বন্ধু। নিজেও সুস্থ থাকো এবং অন্যদের অসুস্থ থাকার জন্য অনুপ্রেরণা দাও। এই মহামারীর সময় আমাদের সকলকেই সাবধান হতে হবে।
শ্যাম : ঠিক বলেছ বন্ধু।
রাম : আচ্ছা চলি তবে।
শ্যাম : বিদায়।