CBSE BOARD X, asked by maitysuman, 23 days ago

গাছ কাটার বিরুদ্ধে এলাকা বাসীদের পতিরোধ সম্পকে পতিবেদন রচনা

Answers

Answered by minecraftanshita
2

বিশ্বের অনেক দেশের বনজঙ্গলেই অবৈধভাবে গাছ কাটা বেড়ে চলেছে। বনের বিশালত্বের কারণে এই অবৈধ কাজ বন্ধ করতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্ট দেশের সরকারগুলোকে। এক্ষেত্রে সহায়ক হতে পারে প্রযুক্তি৷ পরিবেশ ও বন সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার' বা ডাব্লিউডাব্লিউএফ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে আশঙ্কা করা হয়, আগামী ১৫ বছরে প্রায় ১৭০ মিলিয়ন হেক্টর বন ধ্বংস হতে পারে৷ এর প্রায় ৮০ শতাংশই হতে পারে আমাজন সহ বিশ্বের ১১টি বনে।

Similar questions