বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য মার্জনা চেয়ে প্রধান শিক্ষক/ শিক্ষিকার কাছে একটি আবেদনপত্র লেখ :-
Attachments:
Answers
Answered by
1
Answer:
প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র।
মাননীয় প্রধান শিক্ষক মহাশয়,
your school name
আয়াস, বীরভূম(পঃ বঃ)
মহাশয়/মহাশয়া,
অধীনের বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর “ক” বিভাগের ছাত্র। আমি গত এগারো দিন যাবৎ শারীরিক অসুস্থতায়(টাই ফয়েড) ভুগেছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার কিছুদিন বিশ্রামের প্রয়োজন ছিল। তাই গত ৯ ই এপ্রিল থেকে ১৯ই এপ্রিল পর্যন্ত মোট ১১ দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।
তাই আপনার প্রতি আমার একান্ত অনুরোধ এই যে, আপনি দয়া করে আমার উক্ত ওই দিন গুলির ছুটি মঞ্জুর করিলে সদয় মার্জি হয়।
ইতি
আপনার একান্ত অনুগত ছাত্র
your name
শ্রেণী:
বিভাগ:
রোল নং-
Similar questions