* • কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশের সবথেকে দক্ষিণ ঘেঁষে ওঠে? • কোন ঋতুতে দুপুর ১২টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? • কোন ঋতুতে খুব কোকিল ডাকে? উত্তর গােলার্ধে কোন ঋতুতে সবথেকে বড়াে দিন হয়? ২৫ ডিসেম্বর ‘বড়ােদিন’ এ দক্ষিণ গােলার্ধে গরম না ঠান্ডা ? • বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে কেন যান • জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি?
Answers
Answer:
কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশের সবথেকে দক্ষিণ ঘেঁষে ওঠে? • কোন ঋতুতে দুপুর ১২টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? • কোন ঋতুতে খুব কোকিল ডাকে? উত্তর গােলার্ধে কোন ঋতুতে সবথেকে বড়াে দিন হয়? ২৫ ডিসেম্বর ‘বড়ােদিন’ এ দক্ষিণ গােলার্ধে গরম না ঠান্ডা ? • বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে কেন যান • জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি?
Answer:
•উত্তর গোলার্ধে একে শীত সংক্রান্তি বলা হলেও দক্ষিণ গোলার্ধে তা গ্রীষ্ম সংক্রান্তি।
•যেহেতু শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে তাই উত্তর গোলার্ধে একসময় সূর্যরশ্মি তির্যকভাবে আপতিত হয়। এরফলে উত্তর গোলার্ধে দুপুর ১২ টায় সূর্যরশ্মি লম্বভাবে না পরে তির্যকভাবে পরে ফলে স্বভাবতই ছায়ার দৈর্ঘ্য বড়ো হয়। অতএব, সঠিক উত্তর হল শীতকাল। শীতকালে দুপুর ১২টায় ছায়ার সবচেয়ে বেশি হয়।
•বসন্ত ঋতুতে খুব কোকিল ডাকে
• উত্তর গোলার্ধে ২১ ডিসেম্বর সবচেয়ে বড় রাত।
•25 ডিসেম্বর বড়দিনের দক্ষিণ গোলার্ধে গরম।
•পরিক্রমণের সময় পৃথিবী নিজের কক্ষতলের ৬৬৯/° কোণ করে থাকার জন্য ভূ-পূষ্ঠের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ঋতু বিরাজ করে। ডিসেম্বর মাসে পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে দক্ষিণ গােলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এবং উত্তর গােলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে সরে যায়। এর ফলে ডিসেম্বর মাসে দক্ষিণ গােলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গােলার্ধে শীতকাল। বরফাবৃত অ্যান্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গােলার্ধে অবস্থিত। এখানে তীব্র ঠাণ্ডা—প্রায় সারা বছরই প্রচণ্ড তুষারঝড় হয়। তবে ডিসেম্বর মাসে যেহেতু দক্ষিণ গােলার্ধে গ্রীষ্মকাল, তাই ঐ সময় অ্যান্টার্কটিকায় ঠাণ্ডা কিছুটা কমে যায়। বহু জায়গাতেই ভূমি বরফমুক্ত হয়। এজন্য গবেষণার উদ্দেশ্যে বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে অ্যান্টার্কটিকা অভিযানে যান।
•জানুয়ারি মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি।
এখানে প্রতিটি প্রশ্ন ভূগোল থেকে নেওয়া |
ভূগোল বিষয়ের আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন :
1) https://brainly.in/question/42987694
2) https://brainly.in/question/42987418