Biology, asked by Hasanat2229, 1 year ago

উটের লোহিত রক্তকনিকা নিউক্লিয়াস যুক্ত না বিহীন

Answers

Answered by NikhilYadav1120
5
লোহিত রক্তকণিকা রক্তের সর্বপ্রধান কোষ বা কণিকা যা মেরুদণ্ডী প্রাণীর দেহের কলাগুলিতে অক্সিজেন সরবরাহের প্রধান ... অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি- হিমোগ্লোবিন গঠন করে।
Answered by Anonymous
4

উটের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত।

- উট হলো স্তন্যপায়ী শ্রেণীর এক মেরুদণ্ডী প্রাণী।

- এবং,বাকি সমস্ত মেরুদন্ডী প্রাণীর মতোন উটের রক্তেও লোহিত রক্তকণিকা বর্তমান।

- বাকি সমস্ত মেরুদন্ডী প্রাণীর মতন উটের লোহিত রক্ত কণিকাতেও নিউক্লিয়াস আবশ্যিক রূপে রয়েছে।

- অন্যান্য মেরুদন্ডী প্রাণীর রক্তের লোহিত কণিকার সাথে উটের লোহিত রক্ত কণিকার একমাত্র তফাৎ হলো আকারের তফাৎ। কেবল এই আকারের তফাৎ ছাড়া উটের লোহিত রক্তকণিকা বাকি সমস্ত মেরুদন্ডী প্রাণীর মতোনই।

Similar questions