দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়
Answers
Answered by
38
কোয়েম্বাটোর-কে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে ।
MATE HOPE it WILL HELP you. please mark me as a brainlist.
MATE HOPE it WILL HELP you. please mark me as a brainlist.
Answered by
12
দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে।
- পাশ্চাত্যের বিভিন্ন দেশ বিভিন্ন রকম শিল্পে অত্যন্ত সফল স্থান অধিকার করে আছে।
সেরকমই ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর টেক্সটাইল বা বস্ত্র শিল্পে সাফল্য লাভ করেছে।
- দক্ষিণ ভারতে কোয়েম্বাটুর শহরও টেক্সটাইল বা বস্ত্রশিল্পে অত্যন্ত উন্নত,তাই কোয়েম্বাটুর শহরের বস্ত্রশিল্পের সাফল্যকে ম্যানচেস্টারের সাথে তুলনা করা হয়।
এবং কোয়েম্বাটুরকে এই কারণের জন্য দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়।
Similar questions