পিতা , পুত্র ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি ৯৬ বছর । বর্তমানে পিতার বয়স পুত্র ও কন্যার বয়সের সমষ্টির সমান এবং পুত্র কন্যা অপেক্ষা ৬ বছরের ছোট ৷ (ক) ৬ বছর পূর্বে পিতার বয়স কত ছিল ? (খ) ৩ বছর পরে কন্যার বয়স কত হবে ? (গ) বর্তমানে পুত্রের বয়স কত ?
Answers
(ক) ৬ বছর পূর্বে পিতার বয়স ছিল ৪২ বছর
(খ) ৩ বছর পরে কন্যার বয়স ৩০ বছর হবে
(গ) বর্তমানে পুত্রের বয়স ২১ বছর
Given ( দেওয়া আছে ) :
- পিতা , পুত্র ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি ৯৬ বছর
- বর্তমানে পিতার বয়স পুত্র ও কন্যার বয়সের সমষ্টির সমান এবং পুত্র কন্যা অপেক্ষা ৬ বছরের ছোট
To find ( নির্ণয় করতে হবে ) :
(ক) ৬ বছর পূর্বে পিতার বয়স কত ছিল ?
(খ) ৩ বছর পরে কন্যার বয়স কত হবে ?
(গ) বর্তমানে পুত্রের বয়স কত ?
Solution :
Step 1 of 2 :
সমীকরণ গঠন করো
বলা আছে পুত্র কন্যা অপেক্ষা ৬ বছরের ছোট
∴ পুত্রের বয়স = কন্যার বয়স - ৬ বছর - - - - (১)
আবার , বর্তমানে পিতার বয়স পুত্র ও কন্যার বয়সের সমষ্টির সমান
∴ পিতার বয়স = পুত্রের বয়স + কন্যার বয়স
⇒ পিতার বয়স = কন্যার বয়স - ৬ বছর + কন্যার বয়স
⇒ পিতার বয়স = ২ × কন্যার বয়স - ৬ বছর - - - - (২)
এখন পিতা , পুত্র ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি ৯৬ বছর
∴ পিতার বয়স + পুত্রের বয়স + কন্যার বয়স = ৯৬ বছর
⇒ (২ × কন্যার বয়স - ৬ বছর) + (কন্যার বয়স - ৬ বছর) + কন্যার বয়স = ৯৬ বছর - - - - - (৩)
Step 2 of 2 :
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর নির্ণয় করো
(২ × কন্যার বয়স - ৬ বছর) + (কন্যার বয়স - ৬ বছর) + কন্যার বয়স = ৯৬ বছর
⇒ ৪ × কন্যার বয়স - ১২ বছর = ৯৬ বছর
⇒ ৪ × কন্যার বয়স = ৯৬ বছর + ১২ বছর
⇒ ৪ × কন্যার বয়স = ১০৮ বছর
⇒ কন্যার বয়স = ১০৮/৪ বছর
⇒ কন্যার বয়স = ২৭ বছর
∴ কন্যার বর্তমান বয়স = ২৭ বছর
পুত্রের বর্তমান বয়স
= ২৭ - ৬ বছর
= ২১ বছর
পিতার বর্তমান বয়স
= পুত্রের বর্তমান বয়স + কন্যার বর্তমান বয়স
= ২১ বছর + ২৭ বছর
= ৪৮ বছর
(ক) ৬ বছর পূর্বে পিতার বয়স ছিল
= ৪৮ বছর - ৬ বছর
= ৪২ বছর
(খ) ৩ বছর পরে কন্যার বয়স হবে
= ২৭ বছর + ৩ বছর
= ৩০ বছর
(গ) বর্তমানে পুত্রের বয়স = ২১ বছর
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখ যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4 টি হাজারের কার্ড থাকবে।
https://brainly.in/question/42462957
2. ৬ এর স্থানীয় মান ৬×১০০এই স্থানীয় মানযুক্ত সংখ্যা টি হলো?
https://brainly.in/question/42839004
#SPJ3