Geography, asked by shishir45, 1 year ago

সোনালী পানীয় বলা হয় কাকে​

Answers

Answered by dassristi2016
3

সোনালী পাতা হচ্ছে এমন একপরকার সোনা যেটি পাতলা শীটে হাতুড়িপেটানো করে কাগজের মত বানানো হয়। এটি মোড়ানোর কাজে ব্যবহৃত হয়। সোনালী পাতা বিভিন্ন ক্যারেট ও শেড আকারে পাওয়া যায়। বেশি পাওয়া যায় ২২-ক্যারেট হলুদ সোনায় ।

Answered by Anonymous
6

চা কে সোনালী পানীয় বলা হয়।

- বিশ্বে জলের পরেই সবথেকে বেশি সমাদৃত পানীয় হলো চা এবং গরিব থেকে বড়লোক সকলেরই প্রতিদিনের এক অপরিহার্য খোরাক হলো চা পান করা।

- বিশ্বজোড়া সুনাম এবং অপ্রতুল বাজার চাহিদার জন্য,চা উৎপাদনকারী দেশের অর্থনীতি,এই চা উৎপাদনের উপর অনেকাংশেই নির্ভরশীল। এই নির্ভরশীলতা এই সমস্ত চা উৎপাদনকারী দেশগুলিকে অসীম সাফল্যও দান করেছে।

- এই জন্য চায়ের এই অর্থনৈতিক গুরুত্বকে মাথায় রেখে,একে সোনালি পানীয় বলে অভিহিত করা হয়ে থাকে।

Similar questions