ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের
| ব্যবধান ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড।
টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫ পূর্ব হলে
ঢাকার দ্রাঘিমা কত?
Answers
Answer:
ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3h.17m.16s
=(3 x 30 + 17)m 16s [1 ঘন্টা=60m]
=197m 16s
আমরা জানি,
4m এর দ্রাঘিমার পার্থক্য=1°
1m =1/4°
197 =1x197/4°
=49°•15'
আবার
4s এর দ্রাঘিমার পার্থক্য =1'
1s =1/4'
16s =1x16/4
=4'
197m 16s মোট দ্রাঘিমার পার্থক্য =(49°•15'+4')
=49°•19'
ঢাকার পূর্বে টোকিও,তাই ঢাকার দ্রাঘিমা=(139°45'-49°19')
=90°26'
প্রদত্ত :
- ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড।
- টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫' পূর্ব
নির্ণয় করতে হবে
ঢাকার দ্রাঘিমা
সমাধান
ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান
= ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড
= ( ৩×৩৬০০)+(১৭×৬০)+১৬ সেকেন্ড
= ১১৮৩৬ সেকেন্ড
আমরা জানি,
৪ সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য ১'
সুতরাং,
১১৮৩৬ সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য
= (১১৮৩৬ ÷ ৪) '
= ২৯৫৯'= ৪৯°১৯'
এখন টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫' পূর্ব
সুতরাং, ঢাকার দ্রাঘিমা
= ( ১৩৯° ৪৫'- ৪৯°১৯') পূর্ব
= ৯০°২৬' পূর্ব
━━━━━━━━━━━━━━━━
আরো জানুন :
ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে
https://brainly.in/question/28031125