Math, asked by rruuppaa456, 10 months ago

/0}
Model Activity Task
Mathematics
Class - V
বিষয় : ভগ্নাংশ
(Task-1)
1.
অনুষ্কা তার খাতায় পাশের চিত্রটি অঙ্কন করেছে। চিত্রের কত অংশ চিহ্নিত করা
নেই ?
কে এমন একটি ভগ্নাংশে পরিণত করাে যার হর ৬০।
2.
ole AIN
3.
এবং
২৬
এর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি ?
১২০
4,
কে লঘিষ্ঠ আকারে পরিণত করাে।
১২৭২

5. যােগ করাে ?
-- + +
১৮ ৯
(Task al​

Answers

Answered by Swarup1998
4

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পঞ্চম শ্রেণি

1. ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে, বৃহত্তম ত্রিভুজটি টি ছোটো ছোটো ত্রিভুজ দ্বারা গঠিত।

তিনটি ছোটো ত্রিভুজ রং করা আছে। অর্থাৎ (৯ - ৩) = ৭টি ত্রিভুজ রং করা নেই।

অতএব, নির্ণেয় ভগ্নাংশ = ৭/৯

2. এখন ২/৫ = (২ × ১২)/(৫ × ১২) = /

3. ভগ্নাংশ তিনটি হল ১/২, ২/৬ এবং ২/৩।

এখন, ২, ৬ ও ৩ -এর ল, সা, গু, =

  • ১/২ = (১ × ৩)/৬ = ৩/৬
  • ২/৬
  • ২/৩ = (২ × ২)/৬ = ৪/৬
  • ∴ ২/৬ < ৩/৬ < ৪/৬
  • ছোটো থেকে বড়ো: ২/৬ < ১/২ < ২/৩।

4. ১২০/১২৭২

= (২ × ২ × ২ × ৩ × ৫)/(২ × ২ × ২ × ৩ × ৫৩)

= / [ যে-যে সংখ্যাগুলো একই সে-গুলো একে অপরকে ভাগ করে ১ হয়ে যাবে। ]

5. এখন, ১/৩ + ১/১৮ + ১/৯

= (৬ + ১ + ২)/১৮

= ৯/১৮

= /

[ এক্ষেত্রে, ৩, ১৮, ৮ -এর ল, সা, গু, = ১৮ ]

Similar questions