English, asked by dsisir, 1 month ago

২০. সংক্ষিপ্ত উত্তর দাও : ‘1 . বাচ্চা গাছটি তাে মহা খুশি। আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলাে বাচ্চা গাছের ?

2. ফণীমনসা গাছ কাচের পাতায় ভরে ওঠবার পরে তার চেহারাটি কেমন হয়েছিল?

3.মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণীমনসা, এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় কী ঘটল ?

4.ছােট্ট গাছটি সত্যিই কি খুব শিক্ষা পেল বলে মনে হচ্ছে তােমার? কেমন সে শিক্ষা ?

amake answer gulo aktu dao​

Answers

Answered by Ananya281107
4

Answer:

Your answers is here..

ফনিমনসা গাছ ও বনের পরী

—বীরু চট্টোপাধ্যায়

1 . বাচ্চা গাছটি তাে মহা খুশি। আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলাে বাচ্চা গাছের ?

উত্তর. বাচ্চা গাছটি তো মহাখুশি আনন্দে ডগোমগো। ফনিমনসা গাছের পাতাগুলো যখন সোনা তে ভরে গেছিল তখন তার এত আনন্দ হয়েছিল।

2. ফণীমনসা গাছ কাচের পাতায় ভরে ওঠবার পরে তার চেহারাটি কেমন হয়েছিল?

উত্তর. ফনিমনসা গাছের সারা অঙ্গে কাচের পাতায় ভরে গিয়ে সারা অঙ্গ ঝলমল করতে লাগলো। সেই গাছের পাতার ওপর রামধনু রং পড়ে সারা অঙ্গ ঝিকিমিকি খেতে লাগলো। মৃদুমন্দ বাতাসে দোলা খেতেখেতে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো গাছের পাতা গুলির মধ্যে। এইরকম চেহারার বর্ণনায় রয়েছে নাট্যাংশে।

3.মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণীমনসা, এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় কী ঘটল ?

উত্তর. মৃদুমন্দ বাতাসে আনন্দ মনের আনন্দে দুলছে ফণীমনসার এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় ছাগল সেই ফনিমনসা গাছের সব পাতাগুলো কে কচ কচ করে খেয়ে ফেলল।

4.ছােট্ট গাছটি সত্যিই কি খুব শিক্ষা পেল বলে মনে হচ্ছে তােমার? কেমন সে শিক্ষা ?

উত্তর. হ্যাঁ ছোট্ট গাছটি সত্যিই খুব শিক্ষা পেয়েছে বলে আমার মনে হচ্ছে।

● কখনো অন্যদেরটা দেখে লোভ করতে নেই, নিজের যা আছে তা নিয়েই সর্বদা সন্তুষ্ট থাকতে হয়, শান্তিতে থাকতে হয়। এটাই আমরা এই গল্প থেকে শিখলাম।

Hope it will help you.

Mark me as a brainlist answer.

Thank You.

Answered by ramjankhan8927
0

বাচ্চা গাছটি তাে মহা খুশি। আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলাে বাচ্চা গাছের ?

Similar questions