Math, asked by malayd08, 11 months ago

একটি ছবি আঁকতে সমীরের 1 ঘণ্টার 2/5অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘণ্টার 5/12অংশ সময় লাগলে, কে কত মিনিট সময় নিয়েছে? কার কতে বেশি সময় লেগেছে?​

Answers

Answered by Anonymous
50

প্রদত্ত,

একটি ছবি আঁকতে সমীরের 1 ঘণ্টার 2/5অংশ  সময় লাগে।

ওই ছবি আঁকতে মিতার 1 ঘণ্টার 5/12অংশ সময় লাগে।

নির্ণেয়,

কে কত মিনিট সময় নিয়েছে এবং কার কত বেশি সময় লেগেছে।

সমাধান,

যেহেতু,শেষ উত্তরটি মিনিট রাশিতে কাম্য,তাই আমাদের গাণিতিক কার্যগুলিও মিনিট রাশিতেই করতে হবে।

এখন,

1 ঘন্টা = 60 মিনিট

সমীরের সময় লাগে = 60× ⅖ = 24 মিনিট

মিতার সময় লাগে = 60 × 5/12 = 25 মিনিট

অতএব,সমীরের 24 মিনিট সময় লাগে এবং মিতার 25 মিনিট সময় লাগে। মিতার সমীরের থেকে 1 মিনিট বেশি সময় লাগে।

Answered by saptarshim854
2

hiyyvf ytrfhhif ytgjikj

Similar questions