1. রেচন কাকে বলে ? ?
Answers
Answered by
5
Answer:
রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া ।
Explanation:
যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উতপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়।
Answered by
3
➻➻➻ যে জৈবিক প্রক্রিয়ায় জীবের দেহকোশে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থ গুলি দেহকোশে অদ্রাব্য কেলাস বা কোলয়েড রূপে সাময়িক ভাবে সঞ্চিত থাকে (উদ্ভিদের ক্ষেত্রে) বা জীবদেহ থেকে নির্গত হয়ে যায়, ফলে জীবদেহ স্বাভাবিক ও সুস্থ থাকে, তাকে রেচন বলে।
আশা করি এটি তোমাকে সাহায্য করবে➻➻➻
Similar questions