Math, asked by sanjaymosha, 4 hours ago

তুমি লাল ফিতের 1\4অংশ নিয়েছো। তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের 2\7অংশ ফিতে নিয়ে নিল।
তোমার আর কত অংশ ফিতে রইল?​

Answers

Answered by biswanathkhannj
17

5/7

Step-by-step explanation:

তমার কছে ১/৪ অশ অছে ঝুলে

Answered by Anonymous
8

প্রদত্ত,

আমি নিয়েছি লাল ফিতের = 1/4 অংশ

আমার ভাই আমার থেকে নিয়েছে আমার ফিতের = 2/7 অংশ

নির্ণেয়,

আমার কাছে আর কত অংশ ফিতে বাকি রইল।

সমাধান,

এই গাণিতিক সমস্যাটি আমরা সহজেই নিম্নলিখিত উপায়ে সমাধান করতে পারি।

এখন,

আমি নিয়েছি = 1/4 অংশ

আমার ভাই নিয়েছে = (1/4) × (2/7) = 1/14 অংশ

আমার কাছে অবশিষ্ট থাকবে যে লাল ফিতের পরিমাণ, তা হল :

= প্রাথমিকভাবে আমার কাছে থাকা ফিতের পরিমাণ - আমার ভাইয়ের নিয়ে নেওয়া ফিতের পরিমাণ

= 1/4 - 1/14

= (7-2)/28

= 5/28 অংশ

(এটিই অন্তিম উত্তর হিসেবে বিবেচিত হবে।)

অতএব, আমার কাছে 5/28 অংশ ফিতে রইল

Similar questions