Hindi, asked by prasunjiteasdas25, 6 months ago

একটি 100 g ভরের বস্তু 500 m উচ্চতা থেকে বাধা হীন ভাবে পরতে শুরু করার 3s পরে তার গতিশকতি কতো হবে নির্ণয় করো উত্তর​

Answers

Answered by kalapanabeniwal
1

Answer:

আমরা এই হিসাবটি এককের আন্তর্জাতিক পদ্বতিতে করবো।

দেওয়া আছে, উচ্চতা ,h=500m.

পর্যবেক্ষন কাল, t=3sec.

বস্তুর ভর, m=100gm.=0.1kg

আমরা জানি, গতিশক্তি = 1/2mv2

কিন্তু আমরা এখানে v এর মান জনিনন। এটা আমাদের বের করে নিতো হবে৷ এই v হল, পর্যবেক্ষনের শেষ মুহুর্তে বস্তুর বেগ।

এটা হিসেব করতে পারবো v=u+gt এই সূত্র দ্বারা।

এখানে u=0

যেহেতু পর্যবেক্ষনের শুরুতেই বস্তুটি পড়া শুরু করেছিল, তাই বলা যায় এটি এতক্ষন স্থির ছিল।

g=9.81m/sec এবং t=3 sec. বসালে শেষবেগ vএর মান হবে 29.43m/sec

তাহলে এবার গতিশক্তির সূত্রে এই মান বসালে গতিশক্তি পাবো 43.31 joule.

আশাকরি বুঝছেন। না বুঝলে বলবেন৷

একটি খেলনা গাড়ি 20 cm/s বেগে চলছিল 1 মিটার দূরত্ব যাবার ওই গাড়ির বেগ দাড়ালো 50/s গাড়ির ত্বরন নির্ণয় কর?

একটি খেলনা গাড়ি 20cm/s বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাবার পরে ওই গাড়ির বেগ দারালো 50cm/s। গাড়ির দূরত্ব কত হবে?

একটি বস্তুকণার বেগ 6 m/s. তার গতির সাথে 90° কোণে 2m/s^2 এর একটি ত্বরণ ক্রিয়া করে। 4s পর কণাটির বেগ ও সরণ কত হবে?

২০০ মিটারের একটি প্রতিযোগিতায় A ঘন্টায় ৫ কিমি বেগে দৌড়ায় । B-কে ৮ সেকেন্ডে পরাজিত করে। B-এর গতিবেগ মিটার/সেকেন্ড-এ কত হবে?

একটি বস্তু কে কত বেগে উপরের দিকে নিককেপ করলে তা 6 সেকেন্ড পর ভুমিতে পতিত হবে?

গতিশক্তি ও ভরবেগের মাঝে সম্পর্ক স্থাপন করব কিভাবে, Ek=12mv2 ?

দেখা যায়, চাকা বা যেকোনও জিনিস যা বৃত্তাকারভাবে ঘোরে, সেই চাকাটি ঘুরন্ত অবস্থায় এক দিকে ঘুরছে। কিন্তু কিছু সময় পরে ক্ষণিকের জন্য দেখা যায় যে চাকাটি উল্টো পথে প্রায় ৩৬০ ডিগ্রির মতো ঘোরে আবার পূর্বের মতো একদিকে ঘুরতে থাকে।এটা কেন হয়?

50N ওজনের একটি বস্তুকে 6m উচ্চতায় উঠানোর জন্যে একটি লিফট্ ব্যবহার করা হলো। এটি 70J শক্তি ব্যয় করে। অপচয়কৃত শক্তির পরিমাণ কত হবে?

ভূপৃষ্ঠ হতে খাড়া উপরের দিকে একটি রকেটকে 5 kms–1 দ্রুতিতে উৎক্ষেপণ করা হল। রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌছবে?

Explanation:

Hope you like the answer

follow and brainlist

Similar questions