India Languages, asked by baishali1299, 4 months ago

বিদ্যালয় জীবনের সরস্বতী পুজো ঘটনাকে কেন্দ্র করে মৌলিক একটি গল্প লিখতে হবে কমবেশি 1000 শব্দের মধ্যে

plz help for my school project​

Answers

Answered by Anonymous
3

Explanation:

বিদ্যালয় জীবনে সরস্বতী পুজো

আমি নেতাজি শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের বিদ্যালয়ে প্রতিবছর খুব ভালো ভাবে সরস্বতী পুজো হয়। এ বছরও তার কোনো অন্যথা হয়নি । সরস্বতী পুজোর কয়েকদিন আগে থেকেই সব কিছুর তোড়জোড় শুরু করা হয়। সরস্বতী পুজোর আগের দিন আমরা সবাই মিলে ঘর পরিষ্কার করে রেখেছিলাম এবং পুজোর আগের দিন আমরা সবাই বার করছিলাম। পরের দিন খুব সকালে উঠে স্নান করে শাড়ি পরে ফুল নিয়ে সবাই বিদ্যালয় এ উপস্থিত হয়েছিলাম। তার পর আমরা কয়েকজন ঠাকুরের সামনে আলপনা দিলাম আর কয়েক জন পুজোর জোগাড় করলাম। সকাল 9 টার সময় ঠাকুরমশাই এলেন এবং বিদ্যালয় এর সকল ছাত্র- ছাত্রী , মাস্টার মহাশয় পুষ্পাঞ্জলি দিলেন । পুষ্পাঞ্জলি দিয়ে আমরা সবাই প্রসাদ নিলাম। তারপর আমরা সবাই মাঠে খেলতে গেলাম। বিদ্যালয়েই রান্নার ব্যাবস্থা ছিল। খেলা শেষে সবাই মধ্যান্ন ভোজন করলাম ।তারপর বিদ্যালয়েই বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এবং সবাই কোনো না কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতা শেষে সবাই বাড়ি গেলাম । তারপর দিনে সবাই সকাল 10 টা র সময় বিদ্যালয় এ উপস্থিত হলাম । সেই দিনও বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল। অন্য সবার মত আমি কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছিল। আমি বিস্কুট দৌড় এ দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। কুইজ প্রতিযোগিতা শেষে 5 টা র সময় প্রতিমা বিসর্জন

করা হলো । এবং অবশেষে সবাই নিজের নিজের বাড়ি গেলাম। এভাবেই আমাদের বিদ্যালয়ে প্রতিবছর খুব ভালো ভাবে সরস্বতী পুজো করা হয়।

Similar questions