Physics, asked by sheetalsharma4702, 9 months ago

একটি 100g ভরের বস্তু 500g উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করার 3s পরে
তার গতিশক্তি কি হবে ?

Answers

Answered by sakshiattri16
6

Answer:

আমরা এই হিসাবটি এককের আন্তর্জাতিক পদ্বতিতে করবো।

দেওয়া আছে, উচ্চতা ,h=500m.

পর্যবেক্ষন কাল, t=3sec.

বস্তুর ভর, m=100gm.=0.1kg

আমরা জানি, গতিশক্তি = 1/2mv2

কিন্তু আমরা এখানে v এর মান জনিনন। এটা আমাদের বের করে নিতো হবে৷ এই v হল, পর্যবেক্ষনের শেষ মুহুর্তে বস্তুর বেগ।

এটা হিসেব করতে পারবো v=u+gt এই সূত্র দ্বারা।

এখানে u=0

যেহেতু পর্যবেক্ষনের শুরুতেই বস্তুটি পড়া শুরু করেছিল, তাই বলা যায় এটি এতক্ষন স্থির ছিল।

g=9.81m/sec এবং t=3 sec. বসালে শেষবেগ vএর মান হবে 29.43m/sec

তাহলে এবার গতিশক্তির সূত্রে এই মান বসালে গতিশক্তি পাবো 43.31 joule.

আশাকরি বুঝছেন। না বুঝলে বলবেন৷

Similar questions