Environmental Sciences, asked by subratadiary1234, 6 months ago

ফ্রেয়ন 113 কোন ধরনের গ্যাস??​

Answers

Answered by sudeshnasarangi
2

ওজোন স্তর বলতে সাধারণত আমরা পৃথিবীর বায়ুমন্ডলের উপরিভাগের একটা বিশেষ অংশকে বুঝি । এটাকে ইংরেজিতে ওজোন লেয়ার বলা হয় । ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের এমন একটা অংশ যেখানে সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলের তুলনায় খুব ঘন এবং তুলনামূলকভাবে বেশি মাত্রার ওজোন গ্যাস থাকে । এটা মূলত পৃথিবীর স্ট্রাটোস্ফিয়ার এর নিচে অবস্থিত ।

ওজোন বিনাশনের কারণগুলি মূলত দুই প্রকার । যথা-

ক) প্রাকৃতিক কারণ

খ) মনুষ্যসৃষ্ট কারণ ।

নীচে এগুলি সম্পর্কে আলোচনা করা হলো –

(ক) প্রাকৃতিক কারণঃ ওজোন স্তর বিনাশনের জন্য দায়ী প্রাকৃতিক কারণগুলি হলো –

১. বজ্রপাত ২. অগ্নুদ্গম ৩. আলোক-রাসায়নিক বিক্রিয়া ৪. অতিবেগুনী রশ্মির প্রভাব প্রভৃতি । এই সমস্ত কারণগুলি মূলত নিম্নলিখিত প্রক্রিয়ার মধ্য দিয়ে ওজোন গ্যাসের অনুকে ভেঙ্গে দিয়ে ওজোন স্তর বিনাশন ঘটায় । তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে প্রাকৃতিক কারণে ওজোন স্তর যেমন ধংস হয়, তেমনই প্রাকৃতিক কারণে এটি গড়েও ওঠে । তাই ওজোন স্তর বিনাশনের পিছনে প্রাকৃতিক কারণগুলি তেমন মারাত্মক প্রভাব ফেলে না ।

Similar questions