12. দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যাদুটির গ.সা.গু. 13 হলে সংখ্যাদুটি কী কী?
Answers
প্রদত্ত,
দুইটি সংখ্যার অনুপাত = 5:7
সংখ্যা দুটির গসাগু = 13
নির্ণেয়,
সংখ্যা দুটির আসল মান।
সমাধান,
আমরা প্রদত্ত উপায় এই গাণিতিক সমস্যার সহজ সমাধান করতে পারি।
গসাগু-এর সাংখ্যিক মানকে যদি আমরা অনুপাতের উভয় পদের সাথে গুণ করি তাহলে আমরা সংখ্যা দুইটির আসল মান পেয়ে থাকি।
প্রথম সংখ্যা = 5 x 13 = 45
দ্বিতীয় সংখ্যা = 7 x 13 = 91
(এই দুই সংখ্যার থেকে যদি আমরা গসাগু -এর মানকে ভাগ করি তাহলে আমরা অনুপাতটি পেয়ে যাব আবার)
অতএব, সংখ্যাদুইটি হলো 45 এবং 91
সমাধান
দেওয়া আছে
- দুটি সংখ্যার অনুপাত 5 : 7
- সংখ্যাদুটির গ.সা.গু. 13
নির্ণয় করতে হবে
সংখ্যাদুটি
উত্তর
বলা আছে দুটি সংখ্যার অনুপাত 5 : 7
মনে করি সংখ্যাদুটি হল 5x এবং 7x
∴ সংখ্যা দুটির গ.সা.গু = x
আবার বলা আছে সংখ্যাদুটির গ.সা.গু. 13
∴ x = 13
প্রথম সংখ্যা = 5 × 13 = 65
দ্বিতীয় সংখ্যা = 7 × 13 = 91
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
৪, ৭ ও ১১ এর গ, সা, গু কত?
https://brainly.in/question/30485947
2. (x-y)² =29 হলে (x+y)² এর মান নির্ণয় কর?
https://brainly.in/question/30541209