অধ্যায় : 15: সময় ও দূরত্ব (Time and Work)
। শূন্যস্থান পূরণ করাে ;
a, একক সময়ে কোনাে বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর
b. গতিবেগ স্থির হলে, সময় ও দূরত্ব
সমানুপাতী।
০ গতিবেগ
প্রয়ােজনীয় সময়
এ সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব
সমানুপাতী।
২ দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ
2 তুমি বাসে 4) মিনিটে ১ কিমি গেলে বাসের গতিবেগ কত হিসাব করে লেখাে।
সমানুপাতী।
| তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও। কত সময়ে তুমি 25 কিমি অতিক্রম করবে ত্রৈরাশিকের সাহায্যে নির্ণয়
4 নীচেরগুলিকে পরিবর্তন করাে ।
(1) 180 কিমি/ঘণ্টা থেকে মিটার/সেকেণ্ড।
(i) 2080 মিটার/মিনিট থেকে কিমি/ঘণ্টা।
5 ঘণ্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময়ে অতিক্রম
Answers
Answered by
113
a, একক সময়ে কোনাে বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর গতিবেগ
b. গতিবেগ স্থির হলে, সময় ও দূরত্ব সরল
সমানুপাতী।
C. গতিবেগ=অতিক্রান্ত দূরত্ব / প্রয়ােজনীয় সময়
Similar questions