Math, asked by Anonymous, 6 months ago

17. আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪ মিটার, 6 মিটার ও 5 মিটার।
(i) ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করি।
(ii) হিসাব করে দেখি ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার 52 টাকা হিসাবে কত খরচ হবে।
(iii) ঘরটিতে 1.5 মিটার চওড়া, 1.8 মিটার উঁচু দুটি দরজা এবং 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু
দুটি জানালা আছে। প্রতি বর্গমিটার 260 টাকা হিসাব দরজা ও জানালা রং করতে কত খরচ হবে হিসাব
করি।
(iv) দরজা ও জানালা বাদ দিয়ে চার দেওয়ালে প্রতি বর্গমিটার 95 টাকা হিসাবে প্লাস্টার করতে ও প্রতি
বর্গমিটার 40 টাকা হিসাবে রং করতে মােট কত খরচ পড়বে হিসাব করি।​

Answers

Answered by siddharth3690
13

Step-by-step explanation:

ঘরের রঙ হল বাসার প্রধান একটি বিষয়। ভাবুন, ঘরে ঢুকেই আপনার চোখে সবচেয়ে প্রথমে কি পড়ে? আপনার উত্তর হবে দেয়ালের রঙ। সুতরাং, আপনার ছোট ঘরকে অবশ্যই হাল্কা রঙ দিয়ে রাঙিয়ে নিন। সব থেকে ভাল হয় সাদা রঙ ব্যবহার করলে । তাছাড়া আরো কিছু হালকা রঙ আছে যা একটি ছোট ঘরকে বড় এবং জীবন্ত করে তোলে । 

 ঘরের সবগুলো দেয়াল এবং মেঝেকে একি রঙ দিন । হয়তো আপনি একই রঙের বিভিন্ন শেইড ব্যবহার করতে পারেন । দেয়ালের রঙ যদি হয় গোলাপি সেক্ষেত্রে মেঝের রঙ বেঁছে নিন হালকা গোলাপি অনেকটা সাদা ভাব থাকবে এমন রঙ ঘরকে বড় আউটলুক দিবে।

সিলিং এর রঙ চাইলে একটু গারো দিতে পারেন । এতে করে আপনার ঘরের উচ্চতা কম মনে হবে আর দৈর্ঘ্য এবং প্রস্থ বেশী মনে হবে । এতে করেও ঘরের ভেতর বিশাল একটা পরিসর বিরাজ করবে।

ঘরের রঙ হল বাসার প্রধান একটি বিষয়। ভাবুন, ঘরে ঢুকেই আপনার চোখে সবচেয়ে প্রথমে কি পড়ে? আপনার উত্তর হবে দেয়ালের রঙ। সুতরাং, আপনার ছোট ঘরকে অবশ্যই হাল্কা রঙ দিয়ে রাঙিয়ে নিন। সব থেকে ভাল হয় সাদা রঙ ব্যবহার করলে । তাছাড়া আরো কিছু হালকা রঙ আছে যা একটি ছোট ঘরকে বড় এবং জীবন্ত করে তোলে । 

 ঘরের সবগুলো দেয়াল এবং মেঝেকে একি রঙ দিন । হয়তো আপনি একই রঙের বিভিন্ন শেইড ব্যবহার করতে পারেন । দেয়ালের রঙ যদি হয় গোলাপি সেক্ষেত্রে মেঝের রঙ বেঁছে নিন হালকা গোলাপি অনেকটা সাদা ভাব থাকবে এমন রঙ ঘরকে বড় আউটলুক দিবে।

সিলিং এর রঙ চাইলে একটু গারো দিতে পারেন । এতে করে আপনার ঘরের উচ্চতা কম মনে হবে আর দৈর্ঘ্য এবং প্রস্থ বেশী মনে হবে । এতে করেও ঘরের ভেতর বিশাল একটা পরিসর বিরাজ করবে।

Similar questions