তোমার এলাকায় কভিড 19 আক্রান্ত রোগী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ; এর বিপজ্জনক তা বুঝিয়ে যথাস্থানে একটি অভিযোগ পত্রের খসড়া প্রস্তুত কর
Answers
Answered by
0
৬, জগন্নাথ লেন
কলকাতা - ৭০০০০৬
তারিখ : ২২শে মার্চ, ২০২১
কাউন্সিলার
১৭ নং ওয়ার্ড পুরসভা অফিস
কলকাতা - ৭০০০০৬
বিষয় : কোভিড রোগীর প্রকাশ্যে ঘোরা নিয়ে অভিযোগ।
মাননীয়
কাউন্সিলার মহাশয়,
আমি রমেশ তালুকদার, ৬, জগন্নাথ লেন -এর এক বাসিন্দা, ইদানীং কালে ঘটিত এক সমস্যার জন্য আপনাকে এই চিঠিতে লিখছি। আমাদের পাড়ারই আরেক বাসিন্দা যার নাম রাধানাথ মজুমদার, তিনি কয়েকদিন আগেই কোভিডের পরীক্ষায় পজেটিভ বেরিয়েছেন। কিন্তু পুরোপুরি সেরে ওঠার আগেই তিনি প্রকাশ্যে আমাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং এই ঘটনার জন্য আমাদের এলাকায় কোভিড ছড়িয়ে পড়ার আশংকা দেখা যাচ্ছে। আমাদের এলাকার মানুষের হিতকর ভবিষ্যতের জন্য আপনি যত শীঘ্র সম্ভব কোন পদক্ষেপ গ্রহণ করুন, এই আবেদন জানিয়ে আমি আমার চিঠি শেষ করলাম।
- ইতি
রমেশ তালুকদার।
Similar questions