World Languages, asked by arghadeepbiswasa30, 1 year ago

৫। সেই ধন্য নরকুলে, । লােকে যারে নাহি ভুলে
কে প্রশ্ন) ক) নরকুল’ বলতে কী বােঝানাে হয়েছে ?
2 উত্তর :
* প্রশ্ন) খ) নরকুলে কে ধন্য হতে পারে?
2 উত্তর :
*| প্রশ্ন) গ) লােক কাদের কেন ভােলে না?
৮। প্রশ্ন) ঘ) কবি কোন প্রসঙ্গে এই উদ্ধৃতিটির অবতারণা করেছেন?
✉ উত্তর :​

Answers

Answered by amikkr
2

প্রদত্ত প্রশ্ন গুলির উত্তর হল-

  • বঙ্গভূমির প্রতি কবিতায় কবি নরকুল বলতে মানব কুল কে বুঝিয়েছেন।
  • কবি বুঝিয়েছেন মানুষের আসল পরিচয় তাঁর মৃত্যুর পরই। মৃত্যুর পর যদি মানবকুল কোন ব্যাক্তিকে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে , তাঁকে চিরকাল মনে রাখে তবেই সে একমাত্র নরকুলে ধন্য হতে পারে।
  • কবি বিদেশে থাকলেও তাঁর দেশের প্রতি ভালোবাসা বা সম্মান কোনটাই কমেনি। বরং টান বেড়েছে তাই কবি বঙ্গমাতাকে প্রার্থনা করেছেন যেন, তাঁর দোষ ত্রুটি থাকলেও মাতৃসম যেন তা মাফ করে মনে রাখেন। অর্থাৎ কবি যেন মানব জাতির মনে চিরকাল বেঁচে থাকেন। এই প্রসঙ্গে কবি বলেছেন, ""সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন —"

#SPJ3

Similar questions