Math, asked by rabi17, 1 year ago

2ও3 এর মধ‍্যে 3টি মূলদ সংখ‍্যা লিখি

Answers

Answered by MarkAsBrainliest
0
উত্তর :

২ ও ৩ -এর মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করতে হলে সংখ্যা দু'টির সমষ্টিকে ২ দ্বারা ভাগ করতে হবে।

সুতরাং, (২ + ৩) ÷ ২

= ৫ ÷ ২

= ৫/২

পুনরায়, ২ ও ৫/২ -এর মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করতে হলে সংখ্যা দু'টির সমষ্টিকে ২ দ্বারা ভাগ করতে হবে।

সুতরাং, (২ + ৫/২) ÷ ২

= {(৪ + ৫)/২} ÷ ২

= (৯/২) ÷ ২

= ৯ ÷ ৪

= ৯/৪

পুনরায়, ৫/২ ও ৩ -এর মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করতে হলে সংখ্যা দু'টির সমষ্টিকে ২ দ্বারা ভাগ করতে হবে।

সুতরাং, (৫/২ + ৩) ÷ ২

= {(৫ + ৬)/৩} ÷ ২

= (১১/৩) ÷ ২

= ১১/৬

অতএব, ২ ও ৩ -এর মধ্যে তিনটি মূলদ সঃখ্যা হল
৫/২, ৯/৪ এবং ১১/৬ ।

#MarkAsBrainliest
Similar questions