Math, asked by rajadas75, 1 year ago

2. সূর্যের উন্নতি কোণ যখন 30° তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ৩ মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি।।​

Answers

Answered by Anonymous
0

প্রদত্ত,

সূর্যের উন্নতি কোণ = 30°

ছায়ার দৈর্ঘ্য = 3 মিটার

নির্ণেয়,

সেই স্তম্ভের উচ্চতা।

সমাধান,

নিম্নলিখিত গাণিতিক উপায়ে আমরা সহজেই এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারি।

উল্লেখিত ঘটনাটিকে একটি সমকোণী ত্রিভুজের সাথে কল্পনা করলে।

ছায়া = সমকোণী ত্রিভুজের ভূমি = 3 মিটার

স্তম্ভ = সমকোণী ত্রিভুজের উচ্চতা (লম্ব) = ধরি, x মিটার

30° = সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমির মধ্যেকার কোণ

আমরা জানি যে,

লম্ব/ভূমি = tan θ

x/3 = tan 30°

x/3 = √3

x = 3/√3

x = √3

অতএব, সেই স্তম্ভটির উচ্চতা হল √3 মিটার

Similar questions