20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত?
দয়া ব্যখ্যা করে করবেন
Answers
Answered by
2
প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য 16 টাকা।
Given:
20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন
To find:
প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য
Solution:
আমীা জানি চিনির মূল্য কমেছে 20%
চিনির মূল্য কমে যাওয়ার কারণে হয় = 160 টাকায় আরও 2.5কেজি অধিক চিনি |
অনুসৃত ধারণা থেকে পাই,
গুণ (খরচ) = মূল্য × ব্যবহার
ধরি, চিনির মূল্য x টাকা
হ্রাসপ্রাপ্ত মূল্য = x এর 80%
এবং 2(1/2) কেজি চিনির হ্রাসপ্রাপ্ত মূল্য = 20% × 160
1 কেজি চিনির হ্রাসপ্রাপ্ত মূল্য = 32 × 2.5 = 64.5
অর্থাৎ, 80% × x = 64.5
বা, x = 64.5 × 5/4 = 16 টাকা
∴ চিনির ক্রয় মূল্য 16 টাকা।
#SPJ1
Similar questions
English,
16 days ago
English,
16 days ago
Computer Science,
16 days ago
French,
1 month ago
History,
9 months ago