একটি খেলনা গাড়ি 20 m/s বেগে চলছিল। মিটার দূরত্ব যাবার পরে ওই গাড়ির বেগ দাঁড়ালাে 50 cm/s। গাড়ির
ত্বরণ নির্ণয় করাে।
Answers
Answered by
31
সমাধান :
বলা আছে :
একটি খেলনা গাড়ি 20 cm/s বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাবার পরে ওই গাড়ির বেগ দাঁড়ালাে 50 cm/s
নির্ণয় করতে হবে :
খেলনা গাড়ির ত্বরণ
উত্তর :
খেলনা গাড়িটির -
প্রাথমিক বেগ = u = 20 cm/s
অন্তিম বেগ = v = 50 cm/s
দূরত্ব = 1 m = 100 cm
ত্বরণ = a = ?
আমরা জানি
v² = u² - 2as
উপরিউক্ত সূত্র থেকে আমরা লিখতে পারি
a = ( v² - u² ) / 2s
⇒ a = ( 50² - 20² ) / ( 2 × 100 )
⇒ a = ( 2500 - 400 ) / 200
⇒ a = 2100 / 200
⇒ a = 10.5
∴ খেলনা গাড়ির ত্বরণ = 10.5 cm/s²
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000Mw বলতে কি বুঝ?
https://brainly.in/question/31549844
2. চলন্ত ট্রেন থেকে নামার সময় যাত্রীকে পেছনের দিকে হেলে নামতে হয় কেন?
https://brainly.in/question/28384028
Similar questions