* * 23, অপুনর্নবীকরণযােগ্য সম্পদ কাকে বলে ? 24, অপুনর্নবীকরণযােগ্য সম্পদের দুটি উদাহরণ দাও। * 25. অপ্রচলিত শক্তির দুটি উদাহরণ দাও। 26. আগামী কত বছরের মধ্যে পৃথিবীর অধিকাংশ সঞ্জি সম্পদের ভাণ্ডার নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 27. পৃথিবীতে কোন্ দেশ সবচেয়ে বেশি জৈব গ্যাস ব্যবহা করে? st 28, জীবাশ্ম-জ্বালানি যুগ’ বলতে কী বােঝাে? HS-20 *
Answers
Answered by
0
Answer:
অপুনর্নবীকরণযােগ্য সম্পদ কাকে বলে ?
- এমন ধরনের জ্বালানি বা শক্তি যা নবায়ন করা যায় না এবং ব্যবহারের সঙ্গে সঙ্গে এর মজুত কমতে থাকে এবং সঞ্চয় সীমিত হওয়ার দরুন তা একসময় নিঃশেষ হয়ে যায়। অ-নবায়নযোগ্য শক্তি এমন উৎস থেকে আসে যা শেষ হয়ে যায় বা পুনরায় তৈরি হতে লেগে যায় আমাদের জীবনকাল, এমনকি অনেকগুলি বহু জীবনকালেও এটিকে পুনরায় পূরণ করা যায় না।
উদাহরণ : ডিজেল-পেট্রোল , কয়লা ,খনিজ তেল ।
অপ্রচলিত শক্তির দুটি উদাহরণ- সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি।
Similar questions