Biology, asked by karusha661, 19 days ago

24. একটি ডিম্বাশয়কে যে ঘনকাকার কোশস্তর আবৃত করে রাখে তাকে বলল- (a) প্রজনন কলা স্তর। (b) ফলিকুলার এপিথেলিয়াম (c) টিউনিকা অ্যালবুজিনিয়া (d) ভাইটেলিন পর্দা 25. ডিম্বাশয়ের স্ট্রোমার মধ্যে যে বহুতলীয় কোশের সমাবেশ দেখা যায় তাদের বলে- (a) সারটোলি কোশ (b) লিডিগের আন্তর কোশ (c) আন্তর কোশ (d) সাসূটেন্টাকিউলার কোশ 26. ডিম্বাশয়ের প্রজনন কলাস্তর থেকে যে থলির মতাে অংশ গঠন করে এবং পরে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে উৎপন্ন করে— (a) কর্পাস লুটিয়াম (b) বাড়ন্ত ফলিকল (c) গ্রাফিয়ান ফলিকল (d) কর্পাস স্ট্রায়াটাম 27. যে প্রক্রিয়ায় গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাণু নির্গত করে তাকে বলে— (a) উজেনেসিস (b) পার্মিয়েশন (c) ওভিউলিশন (d) পার্মাটোজেনেসিস​

Answers

Answered by ishantjha
0

Answer:

মানুষের খাওয়ার উপযোগী কলার প্রজাতি সংরক্ষণের চাবিকাঠি যার মধ্যে নিহিত আছে বলে মনে

বনের মধ্যে এই প্রজাতির হাতে গোনা কয়েকটি কলা গাছ আছে মাত্র।

ছবির উৎস,RALIMANANA

ছবির ক্যাপশান,

বনের মধ্যে এই প্রজাতির হাতে গোনা কয়েকটি কলা গাছ আছে মাত্র।

সে জন্যই এখন নতুন এক ধরনের কলা তৈরির প্রতিযোগিতা চলছে - যা একইসঙ্গে খেতে সুস্বাদু হবে এবং পানামা ডিজিজ (কলায় এক ধরনের ফাঙ্গাস সংক্রমণ) থেকে বেঁচে থাকার মতো যথেষ্ট রোগপ্রতিরোধী হবে।

'মাদাগাস্কান কলা' আফ্রিকার মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপে উৎপন্ন হয় এবং এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে।

ব্রিটেনের কিউ রয়্যাল বোটানিক গার্ডেনস-এর সিনিয়র বন সংরক্ষণ কর্মকর্তা রিচার্ড অ্যালেন বলেন, "এই প্রজাতিটির মধ্যে প্রকৃতিগত-ভাবেই খরা কিংবা রোগ মোকাবেলা করার সহ্যশক্তি রয়েছে। পানামা ডিজিজ নেই, সুতরাং সম্ভবত এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের জিনগত সুবিধা রয়েছে।"

তিনি আরও বলেন, "এই কলার ওপর বিশদ গবেষণা করার আগ পর্যন্ত প্রকৃতপক্ষে কিছু বলা সম্ভব নয়। তবে এটি সংরক্ষিত না হওয়া পর্যন্ত আমরা গবেষণাও করতে পারছিনা।"

বিজ্ঞানীরা মাদাগাস্কারে এই গাছের অনুসন্ধান করেন এবং দেখতে পান এগুলো ইতোমধ্যে বিলুপ্ত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

তবে আইউসিএন-অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার তাদের সর্বশেষ লাল তালিকাতে এই ফলটিকে অন্তর্ভুক্ত করায় - কলার ফলনের বর্তমান পরিস্থিতির বিষয়টি আলোচনায় আসবে বলে মনে করছেন গবেষকরা।

কিউ মাদাগাস্কার কনজারভেশন সেন্টারের ডক্টর হেলেন রালিমানানা বলেন, "বন্য প্রজাতির কলা সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে বিশাল বীজ থাকে এবং যার মাধ্যমে কলা চাষের উন্নতির জন্য একটি জিন খুঁজে বের করার সম্ভব হবে পারে।"

Similar questions