3
1. নীচের প্রশ্নগুলির নির্দেশমতাে উত্তর দাও :
(i) একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হলে পাত্রের কত অংশে দুধ আছে?
(ii) শূন্যস্থান পূরণ করাে : পরস্পর মৌলিক দুটি সংখ্যার লসাগু হল তাদের-
4
iii) ‘প্লেফেয়ারের বিবৃতিটি লেখাে।
2. যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও :
(i) ৪টি গােরুকে 15 দিন ধরে খাওয়াতে 4 কাহন খড় লাগে। সেই হিসেবে বর্ষার দিনে 10টি গােরুকে 72 দিন খাওয়াতে
খড় লাগবে?
(ii) রামের চেয়ে শ্যামের গতিবেগ 20% বেশি। যে দূরত্ব যেতে রামের 6 ঘণ্টা সময় লাগে সেই দূরত্ব যেতে শ্যামের তেল,
লাগবে?
[ (iii) এক গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:1। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল তানি
।
সিরাপ ও জলের অনুপাত 1:1 হবে?
(iv) A ও B নল দ্বারা একটি চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিটে ও 12 মিনিটে ভরতি করা যায় এবং Cনল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে
হয়। তিনটি নল একসঙ্গে চালু করলে কতক্ষণে শূন্য চৌবাচ্চা পূর্ণ হবে?
3. গসাগু নির্ণয় করাে :v2-1, x2-2x + 1, x3 + x2 – 2x।
অথবা, লসাগু নির্ণয় করাে : p2 + 2p, 2p4 + 3p3–2p3, 2p3 – 3p2 – 14p
4. উৎপাদকে বিশ্লেষণ করাে :x2 + (a + 1)(a + 2)
অথবা, সরল করাে : (x + 1)(x2-x + 1) + (2x-1)(4x2 + 2x + 1) - (x- 1)(x + x + 1)।
5. প্রমাণ করাে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দু-জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ
পরস্পর সমান।
অথবা, প্রমাণ করাে যে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে।
Answers
Answered by
0
দণদমলমদমদয়মশযতদয়ধয
Similar questions