Geography, asked by ishapoddar902, 3 months ago

3. ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন?
[HS 19​

Answers

Answered by baidyashowhadrika
3

Answer:

মহাদেশগুলোর পশ্চিম অংশে ৩০°-৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু দেখা যায়,তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের কিছু বৈশিষ্ট্য আছে যেমন মেঘমুক্ত পরিষ্কার আকাশ,রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া,বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল।জলপাই ও ডুমুর গাছ ঐখানে সবজায়গায় জন্মাতে উপযোগী।আঙুর ফল প্রচুর পরিমাণে জন্মে।ফল উৎপাদনের জন্য এ অঞ্চল অনেক উপযোগী।আবার,প্রচুর সূর্যের আলো ঐখানে ফল পাকার জন্য অনুকূল।ফল সংরক্ষণের জন্য শিল্প-কারখানাও স্থাপিত হয়েছে ওখানে।এই জন্য,ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত।।

Similar questions